‘কোয়ান্টিকো’ ছেড়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা?


বলিউড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে। সিনেমাটি ছিল ‘জয় গঙ্গাজল’। খুব শিগগিরই আবারও বলিউডের পর্দায় দেখা যাবে তাকে। আর সে জন্য তিনি মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় করা ছেড়ে দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সংবাদমাধ্যম মিড ডেকে একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে জানানো হয়, সালমান খানের সঙ্গে ‘ভারত’ সিনেমায় অভিনয়ের জন্য ‘কোয়ান্টিকো’র চতুর্থ সিজন থেকে সরে আসতে চাইছেন প্রিয়াঙ্কা।

‘কোয়ান্টিকো’র সিজন থ্রি পর্যন্ত অভিনয় করেছেন এই অভিনেত্রী। এর পাশাপাশি তিনি হলিউডের দুটি সিনেমায় কাজ করেছেন। এখন তিনি বলিউডে ফিরতে চাইছেন। এ কারণে আলি আব্বাস জাফরের ‘ভারত’ সিনেমার চিত্রনাট্যকেই বেছে নিয়েছেন বলিউডে কামব্যাক করার জন্য।

মিড ডে-র সূত্রটি জানিয়েছে, দীর্ঘ সময় পর সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এই কারণে তিনি বেশ উচ্ছ্বসিত। তবে এখনো পর্যন্ত তিনি সিনেমার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি।

মিড-ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রিয়াঙ্কা যদি ‘ভারত’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন, তাহলে নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করা তার পক্ষে সম্ভব হবে না।

সূত্রটি আরও জানাচ্ছে, ‘কোয়ান্টিকো’র চতুর্থ সিজনের জন্য নতুন করে চুক্তি করতেও নারাজ প্রিয়াঙ্কা। তিনি মনে করছেন, এই সিরিজটি আর আগের মতো উত্তেজনাপূর্ণ নেই। তবে ‘কোয়ান্টিকো’ নির্মাতাদের এখনই মানা করতে চান না নায়িকা। তৃতীয় সিজনের পারফরমেন্সের উপর ভিত্তি করেই সামনে এগুতে চান তিনি।

ধারাবাহিক এই সিরিয়ালের আগামী সিজন শুরু হবে ২৬ এপ্রিল।

এরই মধ্যে তিনটি হলিউড সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এর মধ্যে শুধু ‘বেওয়াচ’ নামের ছবিটি মুক্তি পেয়েছে। আর মুক্তির অপেক্ষায় আছে ‘অ্যা কিড লাইক জ্যাক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক?’।

Collected News : priyo.com

No comments

Powered by Blogger.