এবার আশরাফুলের সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’


ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আরো একটি সেঞ্চুরি উপহার দিলেন মোহাম্মদ আশরাফুল। দুর্দান্ত ফর্মে থাকা কলাবাগান ক্রীড়া চক্রের এই ব্যাটসম্যান রোববার রেলিগেশন রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে করলেন শতক। লিগে টানা তিন ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়লেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। অর্থাৎ সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ হলো তার। সবমিলে এবারের লিগে এটি আশরাফুলের পঞ্চম সেঞ্চুরি।

এবার আশরাফুলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১০২ রান। ১৩৭ বলে ১০টি চারের মারে সাজানো তার ইনিংস। আশরাফুলের সেঞ্চুরির উপর দাঁড়িয়ে তার দল কলাবাগান বিকেএসপিতে ৫০ ওভারে ৩ উইকেটে ২৫২ রান তুলেছে। আশরাফুল এবারের ঢাকা লিগে আগের দুই ম্যাচে করেছিলেন অপরাজিত ১০৩ ও ১২৭ রান। তার আগে দুই ইনিংসের একটিতে অপরাজিত ছিলেন ১০২ রানে, অন্যটি ছিল ১০৪ রানের।

বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে শাস্তি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন বাইরে আছেন আশরাফুল। নিষিদ্ধ হয়েছিলেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকেই। ২০১৬ সালে ‍মুক্তি পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা থেকে। এবছর আন্তর্জাতিক ক্রিকেটে তার উপর থাকা নিষেধাজ্ঞার মেয়াদও শেষ হবে। তার আগে নিজের ফর্মটাকেও আশরাফুল নিয়ে গেছেন ঈর্ষণীয় স্থানে। লিগে নিয়মিত তিন নম্বরে ব্যাট করছেন আশরাফুল। পাঁচটি সেঞ্চুরিই তিনি পেয়েছেন এই পজিশনে ব্যাট করে।

এদিন বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নামা কলাবাগানের শুরুটা ছিল বাজে। দলীয় মাত্র ৫ রানেই ফিরে যান ওপেনার ফয়সাল মাহমুদ (৪)। এরপর উইকেটে এলেন আশরাফুল। আগের ম্যাচে যেখানে থেমেছিলেন, এদিন শুরু করলেন যেন সেখান থেকেই। দ্বিতীয় উইকেটে ওয়ালিউল করিমকে নিয়ে যোগ করলেন ১১৬ রান। ওয়ালিউল ৭৯ রানে ফিরলেও আশরাফুল অপরাজিত থেকে যান। টানা দুই ম্যাচে এনিয়ে অপরাজিত আশরাফুল।

অথচ এবারের লিগের শুরুতে সাফল্য-ব্যর্থটা দুটিই দেখছিলেন তিনি। প্রথম সেঞ্চুরিটা করার পরের ম্যাচে করেন ৮ রান। তার পরের দুই ম্যাচে ০। এরপর দ্বিতীয় সেঞ্চুরির পর আবার ০। পরের ম্যাচে ৬৪ রান করলেন। এক ম্যাচ বিরতি দিয়ে তো সেঞ্চুরির হ্যাটট্রিক। আশরাফুলের এই বদলে যাওয়ার পিছনে আছে গল্প। বন্ধু মাশরাফী বিন মোর্ত্তজার পরামর্শে ফিটনেস সচেতন হয়েই বদলে যাওয়া তার। জানিয়েছেন তিনি নিজেই।

Collected News : poriborton.com

No comments

Powered by Blogger.